অনুসন্ধান    

Logo

 

‘‘লোকাল আইডিয়া ফর এম পাওয়ারমেন্ট’’ (লাইফ), এর তথ্য সমূহ

তথ্য

গ্রাম উন্নয়ন কেন্দ্র (গউক)- বালাবাড়ীহাট, চিলমারী, কুড়িগ্রাম-এর জনবল কাঠামো

নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নে (অফিস ও মাঠ পর্যায়ে) নিয়োজিত মূখ্য কর্মকর্তা। তার সার্বিক নির্দেশনায় ও তত্ত¡াবধায়নে সংগঠণের সকল কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ দায়িত্ব পালন করে থাকেন। কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তিনটি স্তরে বিভক্ত যথাঃ

১। ব্যবস্থাপনাঃ

ক) প্রকল্প কর্মকর্তাঃ (ওয়াটার এন্ড স্যানিটেশন)-০১ জন ঃ

বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী বাস্তবায়নে নিয়োজিত কর্মকর্তা। তিনি তাঁর আওতাভূক্ত সার্বিক কর্মকান্ড বাস্তবায়নের জন্য নির্বাহী পরিচালকের নিকট দায়বদ্ধ।

খ) প্রকল্প কর্মকর্তা (বসতভিটায় সবজি চাষ)-০১ জন ঃ

বসতভিটায় সবজি চাষ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী বাস্তবায়নে নিয়োজিত কর্মকর্তা। তিনি তাঁর আওতাভূক্ত সার্বিক কর্মকান্ড বাস্তবায়নের জন্য নির্বাহী পরিচালকের নিকট দায়বদ্ধ।

গ) প্রকল্প কর্মকর্তা (কৃষি উন্নয়ন)-০১ জনঃ

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও কীটনাশকমুক্ত ফসল উৎপাদন পদ্ধতির মাধ্যমে মঙ্গা দূরীকরণ ও চর এলাকার পতিত জমিসমূহের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে কৃষি উন্নয়ন প্রকল্পে একজন প্রকল্প কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। তিনি তার আওতাধীন সকল কর্মকান্ড বাস্তবায়নের জন্য নির্বাহী পরিচালকের কাছে দায়বদ্ধ।

ঘ) মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা-০১ জনঃ

গ্রাম উন্নয়ন কেন্দ্র (গউক)-এর একটি সম্পূর্ণ নিরপেক্ষ মনিটরিং ও মূল্যায়ন সেল রয়েছে। এ সেলের প্রধান হিসাবে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা-ই হচ্ছেন মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা। তিনি তার সমুদয় কর্মকান্ড একান্ত নিরপেক্ষভাবে ও সংগঠনের সংবিধিবদ্ধ নিয়মানুসারে মনিটরিং ও মূল্যায়ন করে থাকেন।

ঙ) হিসাব রক্ষন কর্মকর্তা-০১ জন ঃ

হিসাব রক্ষন কর্মকর্তা হিসাববহি এবং ক্রেডিট স্লিপ, ডেভিট স্লিপ এবং রিকুইজিশন স্লিপসহ যাবতীয় হিসাব-নিকাশ সংরক্ষণ করে থাকেন।

উলে­খ্য যে, ব্যবস্থাপনা দায়িত্বে নিয়োজিত ০৫ জনের মধ্যে ০৩ জন পুরুষ ও ০২ জন নারী।


২। মধ্যবর্তী পর্যায়ের কর্মকর্তাঃ

ক) প্রশিক্ষক-১৯ জনঃ

দরিদ্র ও হত দরিদ্র গ্র“পের উপকারভোগীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষনদানের মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোট ১৯ জন প্রশিক্ষক রয়েছেন।

খ) সহকারী হিসাব রক্ষন কর্মকর্তা-০১ জনঃ

হিসাব কর্মকর্তাকে সহযোগিতার জন্য দায়িত্ব প্রাপ্ত একজন সহকারী হিসাব কর্মকর্তা রয়েছেন।

গ) অফিস সহকারী-০১ জনঃ

অফিসের যাবতীয় করনিক দায়িত্ব পালনের জন্য একজন অফিস সহকারী রয়েছেন।

ঘ) কম্পিউটার অপারেটর-০২ জনঃ

০২ জন কম্পিউটার অপারেটরের মধ্যে ০১ জন টাইপ রাইটারের দায়িত্ব পালন করেন। অপর জন ই-মেইল-এর মাধ্যমে তথ্য আদান-প্রদান ও ইন্টারনেট-এর কার্যাবলী সম্পাদন করে থাকেন।

ঙ) সহকারী মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা-০১ জনঃ

মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তাকে সার্বিকভাবে সহযোগিতাদানের জন্য একজন সহকারী মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা রয়েছেন।

উলে­খ্য যে, মোট ২৪ জন মধ্যবর্তী পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১৪ জন নারী।

৩। মাঠ পর্যায়

মাঠ পর্যায় মোট ১৭জন কর্মী রয়েছেন। এঁরা বিভিন্ন প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে প্রকল্প তদারকি ও তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত। মোট ১৭ জন মাঠ কর্মীর মধ্যে ০৯ জন পুরুষ ও ৮ জন নারী ।




(মোঃ জাহেদুল ইসলাম তারেক)
নির্বাহী পরিচালক
গ্রাম উন্নয়ন কেন্দ্র (গউক)
বালাবাড়ীহাট, চিলমারী, কুড়িগ্রাম। (মোঃ আনোয়ারুল হক বাবলু)
সভাপতি
গ্রাম উন্নয়ন কেন্দ্র (গউক)
বালাবাড়ীহাট, চিলমারী, কুড়িগ্রাম।


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ