এনজিও পোর্টালের ব্যয় নির্বাহের নিমিত্ত নির্ধারিত বার্ষিক ফি সোনালী ব্যাংক লিঃ কুড়িগ্রাম শাখায় জমা প্রদান করুন।
কুড়িগ্রাম জেলা এনজিও পোর্টাল পরিচালনা নীতিমালার অনুচ্ছেদ নং ১০- এ উল্লেখ রয়েছে যে “এনজিও পোর্টালে অন্তভুক্ত এনজিওসমূহ তাদের জন্য নির্ধারিত বার্ষিক ফি ৮০০/-(আটশত টাকা মাত্র) প্রতিবছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এনজিও পোর্টালের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে জমা প্রদান পূর্বক জমার ব্যাংক রশিদের মূলকপি সাধারণ শাখায় দাখিল করবে”। গত ১৫/৩/২০১৫ খ্রিস্টাব্দ তারিখ অনুষ্ঠিত জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভায় আলোচনার প্রেক্ষিতে প্রতিটি এনজিও মার্চ ২০১৫ মাসের মধ্যে বার্ষিক নির্ধারিত ৮০০/-(আটশত) টাকা মাত্র সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখার “কুড়িগ্রাম এনজিও পোর্টাল” নামীয় চলতি হিসাব নং-৩৩০১৪০২৪ তে জমা প্রদান করে জমার ব্যাংক রশিদের মূলকপি সাধারণ শাখা জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামে দাখিল করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু তার সংস্থার উল্লিখিত ব্যাংক রশিদের মূলকপি অদ্যাবধি অত্র কার্যালয়ে পাওয়া যায়নি।
এমতাবস্থায় এনজিও পোর্টালের ব্যয় নির্বাহের নিমিত্ত নির্ধারিত বার্ষিক ফি ৮০০/-(আটশত) টাকা সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখার “কুড়িগ্রাম এনজিও পোর্টাল” নামীয় চলতি হিসাব নং-৩৩০১৪০২৪ তে জমা প্রদান করে ব্যাংক জমা রশিদের মূলকপি অত্র কার্যালয়ের সাধারণ শাখায় দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।