অনুসন্ধান    

Logo

 

টিএমএসএস এর তথ্য সমূহ

TMSS

কুড়িগ্রাম জেলায় টিএমএসএস এর কার্যক্রম ২০০২ সালে অত্র সংস্থা কুড়িগ্রাম সদর উপজেলায় শুরু করে। ২০০৫ সালে জেলার ০৬টি উপজেলায় কর্মসূচী সম্প্রাসরন করা হয়। ০৪টি আঞ্চলিক অফিস ও ১৭টি শাখা অফিসের মাধ্যমে টিএমএসএস অত্র জেলায় কার্যক্রম পরিচালনা করছে। অত্র জেলায় কর্মরত স্টাফ সংখ্যা ২০৪ জন। ইউনিয় সংখ্যা ৮০টি, গ্রাম সংখ্যা ৭৩২টি, আঞ্চলিক অফিস যথাক্রমে- কুড়িগ্রাম সদর, পাটেশ্বরী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী। শাখা অফিস ১৭টি যথাক্রমে- কুড়িগ্রাম সদর ১ ও ২ শাখা, পাটেশ্বরী শাখা, ভিতরবন্দ শাখা, দুর্গাপুর শাখা, উলিপুর শাখা, নাজিমখান শাখা, রাজারহাট শাখা, নাগেশ্বরী শাখা, ফুলবাড়ী শাখা, রায়গঞ্জ শাখা, রামখানা শাখা, ভূরুঙ্গামারী শাখা, কাশিমবাজার শাখা, নেওয়াশী শাখা, কচাকাটা শাখা ও ধলডাঙ্গা শাখা।

 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ