সিসিডিবি এর সেবা সমূহ
Relif Distribution
 
	
		সিসিডিবি কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলা যথা ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউপি -১০৫ ও বলদিয়া ইউপি-২৯৫পরিবার, নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউপি-৩০০, ফুলবাড়ী উপজেলায় সদর-২৪০, শিমূলবাড়ী- ৫০, বড়ভিটা-০৬ ও ভাঙ্গামোড়-০৪ মোট=১০০০ পরিবারের মাঝে জরুরী ত্রান সামগ্রী হিসেবে পরিবার প্রতি ১০ কেজি চাল, ২কেজি মসুর ডাল, ০১কেজি সয়াবিন তেল, ০১ কেজি লবন ও ১১প্যাকেটে ওরসাল্যাইন গত ২০.০৮.২০১৬ইং তারিখে ফূলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা এবং ২১.০৮.২০১৬ইং তারিখে ভূরুঙ্গামারী উপজেলায় বাস্তবায়ন করেছে। বাস্তবায়ন কাজে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় সহায়তা প্রদান করেছেন। সবার সার্বিক সহযোগীতা ত্রান বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। বল্লভের খাষ ইউনিয়নে ৩০০ পরিবা সরবরাহ করা হয়।
UNIQUE-II PROJECT
 
	
		UNIQUE-II: Major Activities  Organization of CLC for NFPE  Community based pre-primary education  Learning Camp for remedial support to low performing students in school  Replication of MGTL Approach  School Improvement program (SIP)  Collaboration between formal and non-formal PE  Learning resource centre (LRC) for technical support  Promoting proactive roles of LGIs in PE  Development and use of contextualize learning materials  Parental linkage with livelihood opportunities  Family life education for parents  Disaster risk reduction for uninterrupted children education  Promoting mother language education for early learning  horizontal learning for sharing among PE actors.



