অনুসন্ধান    

Logo

 

মানব কল্যাণ সংস্থা (MKS) এর সেবা সমূহ

২০২১- ২০২২ সালে 'স্বাস্থ্য এবং পুষ্টিকার্যক্রম'

Free Free healthcare among the poor and needy distribution of nutritious iron food and free medicine distribution to 1000 families.

২০২১-২০২২ সালে 'তরুণদের জন্য প্রাথমিক কম্পিউটার এবং ফটোশপ প্রশিক্ষণ'

প্রাথমিক কম্পিউটার এবং ফটোশপ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের দক্ষ মানবসম্পদের রূপান্তরিত করা।

২০১৫-২০১৬ সালে 'রমজান কর্মসূচি, কুরবানী ও ত্রাণ সহায়তা'

এক হাজার দরিদ্র পরিবারকে রমজান ও কোরবানীতে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

২০১৬-২০১৭ সালে 'কুরবানী কর্মসূচি ও ত্রাণ সহায়তা'

বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার দরিদ্র পরিবারের জন্য কুরবানী ও ত্রাণ সহায়তা করেছে মানব কল্যাণ সংস্থা (এমকেএস)।

২০১৭-২০১৮ সালে 'স্বাস্থ্য পরিচর্যা এবং জল স্যানিটেশন কর্মসূচি '

নিরাপদ স্যানিটেশন,গভীর নলকূপ, স্বাস্থ্যসেবা ,পুষ্টিকর খাবারের ব্যবস্থা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,স্যালাইন এবং ১৫০০ বিনামূল্যে ওষুধ বিতরণে অগ্রনী ভূমিকা পালন করে মানব কল্যাণ সংস্থা(এমকেএস)

২০১৯-২০২০ সালে 'মৌলিক সাক্ষরতা প্রকল্প (64 জেলা)'

লক্ষ্যবস্তুর নিরক্ষর ব্যক্তিদের মৌলিক স্বাক্ষরতা এবং জীবন দক্ষতার মান উন্নয়ন করা.....!

২০১৯-২০২০ সালে 'মা এবং শিশুর যত্ন প্রোগ্রাম'

৩০০ পরিবারের গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে ওষুধ ও পুষ্টিকর খাবার বিতরণ।

দুর্যোগ ব্যবস্খাপনা ও ঝুকি হ্রাস কর্মসুচি

 দূর্যোগ ব্যবস্থাপনা একটি বিশেষ ধরণের আপদকালীন ও আপদ সংক্রান্ত ব্যবস্থাপনা। প্রাকৃতিক দূর্যোগ ধনী-দরিদ্র, ছোট-বড়, বালক-বৃদ্ধ, পুরুষ-নারী সকলের উপরই আপতিত হতে পারে, যদিও বিভিন্ন শ্রেণীর আপদ ঝুকির মধ্যে কোন কোন সময় কিছু তারতম্য হয়ে থাকে। কাজেই দল, মত, জাতি, ধর্ম, গোষ্ঠি, শ্রেণী নির্বিশেষে দূর্যোগ প্রশমনে দূর্যোগ প্রবন এলাকার সবার একযোগে কাজ করাই বাঞ্চনীয়। দূর্যোগ ব্যবস্থাপনায় কেবলমাত্র সরকারী ও আধা-সরকারী প্রতিষ্ঠান সমূহই কাজ করেনা বরং বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠান (এন,জি,ও) এবং সেবা মূলক সংস্থাও দূর্যোগ প্রশমনে বিবিধ দায়িত্ব পালন করে থাকে।
    দূর্যোগ ব্যবস্থাপনা (Disaster Managment) ঃ সাধারণভাবে ব্যবস্থাপনা বলতে আমরা একটি সংগঠনের উদ্দেশ্য সিদ্ধির জন্য জনবল ও অন্যান্য সম্পদকে সুষ্ঠুভাবে নিয়োজিত করা বুঝাই। তবে, দূর্যোগ ব্যবস্থাপনা একটি বিশেষ ধরণের ব্যবস্থাপনা যার মধ্যে দূর্যোগের প্রতি বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারণ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বাস্তব পদক্ষেপ অর্ন্তভূক্ত থাকবে।     দূর্যোগ ব্যবস্থাপনা একটি ব্যবহারিক বিজ্ঞান যা দূর্যোগের নিয়মিত পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দূর্যোগ প্রতিরোধ, হ্রাসকরণ, প্রস্তুতি, জরুরী ত্রান, পূর্ণবাসন ও পূর্ণগঠন প্রক্রিয়ায় উন্নতি সাধনের প্রয়াস নেয়া।

বৃক্ষরোপন কর্মসূচি

৭০,৬৫০ টি চারা গাছ সুবিধাভোগীদের ১৪,১৩০ টি পরিবারের মাঝে প্রতিজনকে ৫টি করে চারা গাছ  বিতরন করা হয়। পরিবেশের ভারসম্য রক্ষা ও আর্তসামাজিক উন্নয়নের জন্য সকলকে বেশী বেশী করে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হয়। তাদের মাঝে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদেরকে আম, জাম, কাঠাল, নিম ও পেয়াড়া গাছ প্রদান করা হয়।

কোয়ালিটি ডেভেলপমেন্ট এডুকেশন প্রজেক্ট

অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সচেতন করে মানউন্নয়ন শিক্ষার দিকে অগ্রসর করে তোলা। এ লক্ষকে সামনে রেখে ঝরেপড়া শিশুদেরকে নিয়ে শিক্ষার চালু করে গ্রাম ও চর অঞ্চলে শিক্ষার বিস্তার করা। এই লক্ষকে সামনে রেখে মেধা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে আরও উতসাহিত করার জন্য কিছু কিছু ক্ষেত্রে বৃত্তি প্রদান করা।


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ