অনুসন্ধান    

Logo

 

RDRS Bangladesh এর সেবা সমূহ

জীবিকায়ন ইউনিট

দাতা সংস্থ্যা ইউকেএইড , অষ্ট্রেলিয়ান এইড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলায় চর জীবিকায়ন কর্মসূচী (সিএলপি) কার্যক্রম বাস্তবায়ন হয়ে আসছে। এই প্রকল্পে বাজার ও জীবিকায়ন ইউনিটের আওতায় ২.৫ ফেইজে ৯৭০ জন উপকারভোগীর মাঝে আয়বর্ধক সম্পদ হিসাবে ষাড় , বকনা ও গাই গরু, মুরগী পালন এবং বসত ভিটায় সবজী চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টিসহ আয়ের খাত বৃদ্ধির নিমিত্তে মৌলিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষন প্রদান ও পরামর্শ প্রদান করে আসছে।

পুষ্টি সেবা

মাঝারী তীব্র অপুষ্টিতে আক্রান্ত ৬ হতে ৫৯ মাস বয়সী শিশু, গর্ভবতী ও দুগ্ধবতী মহিলাদের মধ্যকার অপুষ্টির আন্ত:বংশানুক্রমিক চক্রকে ভেঙ্গে দেওয়াই হলো এ সেবার উদ্দেশ্য। বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে কুড়িগ্রাম জেলার সকল ইউনিয়নে এ সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা সেবা

জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষে তথা দারিদ্র বিমোচনের অন্যতম উপাদান শিক্ষা। চর অঞ্চলগুলোতে শিক্ষার সূচক মান অনেক নিচে যা দারিদ্র বিমোচনের অন্যতম অন্তরায়। কুড়িগ্রামের চর অঞ্চলগুলোতে সরকার এর পাশাপাশি আরডিআরএস বাংলাদেশ শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সেবার আওতাভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১টি, শিক্ষক ১১জন এবং ছাত্র-ছাত্রী ৩৩০ জন, এসএমসি সদস্য ৭৭জন। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৫টি, ছাত্র-ছাত্রী সংখ্যা ১৫০ জন এবং এসএমসি সদস্য সংখ্যা ৩৫ জন।

কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর এবং চিলমারী উপজেলার ৭টি ইউনিয়নের (নুনখাওয়া, নারায়নপুর, বেগমগঞ্জ, সাহেবের আলগা, অষ্টমিক চর, নয়ারহাট ও যাত্রাপুর) মোট ৪০টি চরাঞ্চলের ১৬টি বিদ্যালয়ের মাধ্যমে সেবাকার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ