অনুসন্ধান    

Logo

 

দি গ্লেনকো ফাউন্ডেশন এর সেবা সমূহ

ওয়াক ফর লাইফ (বাংলাদেশের ক্লাবফুট চিকিৎসা কার্যক্রম)

ওয়াক ফর লাইফ - এর সংক্ষিপ্ত পটভূমিঃ

পায়ের পাতা বাঁকা বা মুগুর পা নবজাতক শিশুদের জন্মগত প্রতিবন্ধীত্বের মধ্যে অন্যতম। প্রতি বছর বাংলাদেশে প্রায় ৪০০০-৫০০০ শিশু মুগুর পা নিয়ে জন্মায়, যার সঠিক সময়ে চিকিৎসা না করালে সারা জীবনব্যাপী  প্রতিবন্ধীত্বের সৃষ্টি করে। কিন্তু পনসেটি মেথডের মাধম্যে এসব রোগীদের সহজ, সুলভ ও স্থায়ী চিকিৎসা সম্ভব। আর সেই লক্ষেই আত্মপীড়িত এসব মুগুর পা নিয়ে জন্ম নেয়া শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দি গ্ল্যাংকো ফাউন্ডেশনের (The Glencoe Foundation) সম্মিলিত প্রয়াসে হাতে নেয়া হয়েছে ওয়াক ফর লাইফ (Walk for Life) প্রকল্প।

প্রকল্পটি ২০০৯ সালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে সমগ্র দেশব্যাপী সরকারী ও বেসরকারী হাসপাতালে ৩৩ টি ক্লিনিক স্থাপন করে। ২০১২ সালে প্রকল্পটি সরকারের অপারেশন প্ল্যান এ অন্তর্ভুক্ত হয় এবং প্রকল্পটি বতমানে বাংলাদেশের জাতীয় ক্লাবফুট চিকিৎসা কার্যক্রম হিসেবে স্বীকৃত। এ র্কাযক্রমরে দ্বারা ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত সমগ্র দেশব্যাপী বিনামূল্যে ২১০৪০ জন ক্লাবফুট (মুগুর পা) শিশুর পায়ের পাতার চিকিৎসা করা হয়েছে । এই প্রকল্পের মাধ্যমে সমগ্র বাংলাদেশে সরকারী ও বেসরকারী হাসপাতালে ৩৩ টি ক্লিনিকে সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা দেয়া হচ্ছে। ওয়াক ফর লাইফ এর পনসেটি ক্লিনিক গুলোর মাধ্যমে এমন একটি নেটওয়ার্ক তৈরী করা হয়েছে যেন কোন শিশুকে চিকিৎসা নেওয়ার জন্য ৬০ কি.মি. এর বেশী দূরত্ব অতিক্রম করতে না হয়। জেলা শহরে ক্লিনিক স্থাপনের ধারাবাহিকতায় গত ১৩/১২/২০১১ ইং তারিখে কুড়িগ্সরাম দর হাসপাতালে ওয়াক ফর লাইফ এর কার্যক্রম শুরু হয়। 


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ