অনুসন্ধান    

Logo

 

কোরিয়ান ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ কেডিএবি এর তথ্য সমূহ

কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট ( কেডিএবি)

কোরিয়ান ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ (কেডিএবি) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক  ব্যুরো কর্তূক রেজিস্ট্রিকূত একটি আন্তর্জাতিক  স্বেচ্ছাসেবী সংস্থা নম্বর ৩৩৪,   তারিখ-০৩/০১/১৯৯০। সংস্থাটি ব্যুরোর অনুমোদন  ও সার্বিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল কুড়িগ্রাম জেলার চিলমারী  ও উলিপুর উপজেলার সাধারন জনগনের জীবন মানের উন্নয়ন সাধন করে স্বনির্ভরতা অর্জন করার লক্ষে কাজ করে  যাচ্ছে।সাধারন জনগনের মেীলিক অধিকার নিশ্চিত করণ সহ শিক্ষা, স্বাস্থ্য,প্রশিক্ষণ,পূর্নবাসন,স্থানীয় নেতূত্ব গঠনের মাধ্যমে যুগ উপযোগী কার্যক্রম গ্র্রহন ও তা বাস্তবায়ন অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।তার মধ্যে “কেডিএবি- কমিউনিটি ডেভেলপমেন্ট  প্রজেক্ট” একটি প্রকল্প যার মূল উদ্দেশ্য হল “সুশিক্ষা,সুস্বাস্থ্য,প্রশিক্ষন,পূনর্বাসন ও স্বনির্ভরতা অর্জন”।

১.প্রকল্পের নাম : কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)

২.প্রকল্পের মেয়াদ - ৫ বৎসর।

(ক) প্রকল্প শুরুর তারিখঃ ১লা জানুয়ারী ২০১৭।

(খ)প্রকল্প সমাপ্তির  তারিখঃ ৩১ ডিসেম্বর ২০২১।

৩.প্রকল্পের কর্ম   এলাকাঃ

 কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলা (নিজস্ব ক্যাম্পাস)।

৪. দাতা সংস্থার নামঃ

কেডিএবি হেড অফিস কোরিয়া এবং আমেরিকা(সাব) অফিস এর মাধ্যমে স্বেচ্ছাদান।

৫.প্রোগ্রামের নাম  ও কাজ ঃ

(ক) মেডিক্যাল সাপোর্ট (চিলমারী ও উলিপুর):

১.ইনডোর ট্রিটমেন্ট

২.আউটডোর ট্রিটমেন্ট

৩.ডেন্টাল ট্রিটমেন্ট

৪.স্কুল হেলথ প্রোগ্রাম

৫.স্পেশাল ট্রিটমেন্ট (জেনারেল ও সার্জিক্যাল)

৬.ফ্যামিলি প্লানিং শিক্ষা

৭.আন্ডার ফাইভ কেয়ার ই.পি.আই

৮.প্রেগন্যান্ট মাদার কেয়ার।

(খ) শিক্ষা প্রোগ্রামঃ

 

উভয় উপজেলার  ১টি করে প্রাথমিক  ও ১টি করে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।শিক্ষার্থী সংখ্যা প্রায়-১০০০ জন।

প্রতি বৎসর PSC  এবং SSC তে পাশের হার শতকরা ১০০%।

সহশিক্ষা হিসাবে:

শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষন.সেলাই প্রশিক্ষন, মার্শাল আর্ট (তেকোনডো) , গার্লস  গাইড।

(গ)কম্পিউটার ট্রেইনিং সেন্টারঃ উভয়  প্রজেক্ট এ ২০টি  করে কম্পিউটারের সমন্বয়ে অত্যাধুনিক  ল্যাব রয়েছে।

 

(ঘ)দর্জি প্রশিক্ষন   সেন্টারঃ উভয় অফিসে ১৫ টি করে অত্যাধুনিক সেলাই মেশিনের স্বমন্বয়ে প্রশিক্ষন কেন্দ্র রয়েছে ।

(ঙ)পোল্ট্রি ও ফিসারি ফার্মঃ স্বনির্ভরতা অর্জনে প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে।

(চ)ফার্মিং লাইব স্টক(এগ্রিকালচার) নার্সারিঃ বিভিন্ন রকমের শাক সবজি ফলমুল।  

(ছ) ইমারজেন্সিঃ এলাকায় জরুরী প্রয়োজনে রিলিফ প্রদানের ব্যবস্থা রয়েছে।

(ট)লের্পাস সাপোর্ট প্রোগ্রামঃ

 কুষ্ট রোগে আক্রান্ত পরিবারের পূর্ব থেকেই কেডিএবি-তাদের সার্বিক উন্নয়নের জন্য নানা ধরনের 

কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নিম্নোক্ত কর্মসুচির মাধ্যমে কেডিএবি সাপোর্টিং  প্রোগ্রাম চালিয়ে আসছে।
১) পূনর্বাসন কার্যক্রম
২) প্রশিক্ষন কার্যক্রম
৩) শিক্ষা কার্যক্রম
৪) স্বাস্থ সচেতনতা ও চিকিৎসা কার্যক্রম
(ঠ) অঞ্জলী গ্রামঃ
গরীব ও অসহায় ভুমিহীন ও ভিটামাটিহীন ভাসমান এবং কুষ্ট রোগী পরিবারের বসবাসের
 জন্য ২০ টি আবাসন ব্যবস্থা রয়েছে।
(ড) স্কলারশীপ ফর দ্যা চিলড্রেন অব লের্পাসঃ
কুষ্ঠরোগী পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনার জন্য বূত্তির ব্যবস্থা রয়েছে।
(ঢ) হোস্টেলঃ
কুষ্ঠরোগী পরিবারের ছেলে মেয়েদের নিয়ে একটি হোস্টেলের ব্যবস্থা রয়েছে।

 

 



 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ