অনুসন্ধান    

Logo

 

কোরিয়ান ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ কেডিএবি এর সেবা সমূহ

সেবা সমূহ

 চিলমারী ও উলিপুর উপজেলাঃ

প্রাথমিক বিদ্যালয় (দেশি ও বিদেশী শিক্ষক দারা পরিচালিত)।

মাধ্যমিক বিদ্যালয় (দেশি ও বিদেশী শিক্ষক দারা পরিচালিত)।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (২০টি কম্পিউটার বিশিষ্ট মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাব এর মাধ্যমে  উভয় অফিসে প্রশিক্ষণ প্রদান করা হয়)।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের আওতায় স্কুল শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান।

মেডিক্যেল প্রোগ্রামঃ ডেন্টাল সার্জন, সাধারণ চিকিৎসা সেবা, এক্স-রে সেবা সংস্থার ক্যাম্পাসে, বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক চিকিৎসা সেবা (কোরিয়ান ও আমেরিকান ডা:), বিশেষজ্ঞ সার্জন কর্তৃক অপারেশন, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার, প্রশিক্ষন ও কর্মশালা, পরিবার পরিকল্পনা ও টিকাদান সেবা (উপেজলা স্বাস্থ্য বিভাগেরা সহযোগীতায়।

কুষ্ঠ রোগীদের পরিবারের সন্তানদের জন্য হোস্টেল (আবসিক) ব্যাবস্থা।

কুষ্ঠ রোগীদের পরিবারের সন্তানদের জন্য স্টাইপেন্ড প্রদান।

কৃষি প্রোগ্রামের আওতায় নার্সারী, ফিসারী, হ্যাচারী ও গরু মোটাতাজাকরনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

অঞ্জলীগ্রাম- ভূমিহীন, দুঃস্থ, দরিদ্র মানুষের অবস্থানের জন্য সুব্যবস্থা রয়েছে।



 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ