অনুসন্ধান    

Logo

 

কোরিয়ান ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ কেডিএবি এর প্রকল্প সমূহ

কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (উলিপুর)

কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের চলমান কার্যবলী :-

ক) মেডিক্যেল সাপোর্ট:

১। ইনডোর ট্রিটমেন্ট- প্রকল্প এলাকার জনগনের সেবা প্রদানের লক্ষে নিজস্ব হাসপাতাল এর মাধ্যমে
স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

২। আউটডোর ট্রিটমেন্ট- এলাকার জনগণের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

৩। ডেন্টাল ট্রিটমেন্ট - বিভিন্ন বয়সের লোকদের দাঁতের সব ধরনের চিকিৎসা প্রদান করা হয়।

৪। স্কুল হেলথ প্রোগ্রাম- সংস্থার শিক্ষা কার্যক্রমের আওতাধীন ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা
 বৃদ্ধির লক্ষ্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান করা ।

৫। স্পেশাল ট্রিটমেন্ট (জেনারেল)- নিয়মিত স্বাস্থ সেবা প্রদান ছাড়াও বছরের বিভিন্ন সময়ে
দেশী/ বিদেশ থেকে আগত বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্টারদের সমন্বয়ে

মেডিকেল ক্যাম্প করে বিভিন্ন জটিল রোগের সুচিকিৎসা প্রদান করা হয়।

৬। স্পেশাল ট্রিটমেন্ট (সার্জিক্যাল)- বছরের বিভন্ন সময়ে দেশ/বিদেশ থেকে আগত
বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্টার ও সার্জনদের সমন্বয়ে মেডিক্যাল ক্যাম্প করে টিউমার , 

ঠোঁট কাটা, চোখ, মহিলাদের যাবতীয় গাইনোকোলজিক্যাল সহ জটিল
 রোগের অপারেশন সম্পাদন করা হয়।

৭। ফ্যামিলি প্লানিং শিক্ষা প্রদান - অশিক্ষা ও নানা কু-সংস্কারের বেড়াজালে জর্জরিত
এলাকার মায়েদের ফ্যামিলি প্লানিং শিক্ষা ব্যবস্থা প্রদান করা হয়।

৮ । আন্ডার ফাইভ কেয়ার ই.পি.আই - সরকারি এর স্বাস্থ্য প্রকল্পের আওতাধীন মাঠকর্মীদের
 সাথে সমন্বয় করে সংস্থার ক্যাম্পাসে শিশুদের বিভন্ন টিকা প্রদানের   ব্যবস্থা করা হয়।

৯। প্রেগন্যান্ট মাদার কেয়ার - গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ করা ও প্রয়োজনীয়
ব্যবস্থা করা ।

১0। নিউট্রেশন কেয়ার - ৫ মাস বয়সী শিশুদের জন্য পুষ্টকর খাদ্য প্রস্তত প্রনালী ও বিতরন করা ।

১১। এক্স-রে - ডাক্টারের পরামর্শ অনুসারে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এক্স-রে সম্পন্ন করা হয়।
               
খ) শিক্ষা প্রোগ্রামঃ
উভয় উপজেলার ১টি করে প্রাথমিক ও ১টি করে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।শিক্ষার্থী সংখ্যা
প্রায়-১০০০ জন। প্রতি বৎসর PSC  এবং SSC তে পাশের হার শতকরা ১০০%।
সহশিক্ষা হিসাবে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষন.সেলাই প্রশিক্ষন, মার্শাল আর্ট (তেকোনডো) , গার্লস গাইড।
(গ)কম্পিউটার ট্রেইনিংঃ
সেন্টার: উভয় প্রজেক্ট এ ২০টি করে কম্পিউটারের সমন্বয়ে অত্যাধুনিক ল্যাব।
(ঘ).দর্জি প্রশিক্ষন সেন্টার:
উভয় অফিসে ১৫ টি করে অত্যাধুনিক সেলাই মেশিন।
(ঙ).পোল্ট্রি ও ফিসারি ফার্ম:
স্বনির্ভরতা অর্জনে প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে।
(চ).ফার্মিং লাইব স্টক(এগ্রিকালচার) নার্সারি:
বিভিন্ন রকমের শাক সবজি ফলমুল।
(ছ) স্কলারশীপঃ
অতিদরিদ্র এবং মেধাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাবূত্তি প্রদান করা হয়।
(জ) এনভাইরনমেন্ট ডেভেলপমেন্টঃ
মানুষের স্বাস্থ সচেতনতা করাই হলো কেডিএবি এর মূল লক্ষ। এর কার্যক্রমের অংশ হিসাবে প্রয়োজন অনুসারে
 নিরাপদ  পানি ব্যবস্থা ,স্যানিটারি ল্যাট্যিন এর ব্যবস্থা এবং কিচেন গার্ডেনের  প্রশিক্ষন দেয়া হয়।
(ঝ) ওয়াটার ট্রিটমেন্ট প্লানঃ
সকল স্টাফ ও শিক্ষার্থীদের অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান এর মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি (মিনারেল ওয়াটার) সরবরাহ করা হয়।
(ঞ) স্পোর্টস প্রশিক্ষনঃ
নিচেকে পরিপূর্ন বিকাশের জন্য দেশী-বিদেশী প্রশিক্ষক দ্বারা নিয়মিত তেকোনডো,ফুটবল,ভলিবল,ক্রিকেট প্রশিক্ষন প্রদান করা হয়।
(ট)লের্পাস সাপোর্ট প্রোগ্রামঃ
কুষ্ট রোগে আক্রান্ত পরিবারের পূর্ব থেকেই কেডিএবি-তাদের সার্বিক উন্নয়নের জন্য নানা ধরনের
কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নিম্নোক্ত কর্মসুচির মাধ্যমে কেডিএবি সাপোর্টিং  প্রোগ্রাম চালিয়ে আসছে।
১) পূনর্বাসন কার্যক্রম
২) প্রশিক্ষন কার্যক্রম
৩) শিক্ষা কার্যক্রম
৪) স্বাস্থ সচেতনতা ও চিকিৎসা কার্যক্রম
(ঠ) অঞ্জলী গ্রামঃ
গরীব ও অসহায় ভুমিহীন ও ভিটামাটিহীন ভাসমান এবং কুষ্ট রোগী পরিবারের বসবাসের
 জন্য ২০ টি আবাসন ব্যবস্থা রয়েছে।
(ড) স্কলারশীপ ফর দ্যা চিলড্রেন অব লের্পাসঃ
কুষ্ঠরোগী পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনার জন্য বূত্তির ব্যবস্থা রয়েছে।
(ঢ) হোস্টেলঃ
কুষ্ঠরোগী পরিবারের ছেলে মেয়েদের নিয়ে একটি হোস্টেলের ব্যবস্থা রয়েছে।
(ন)ইমার্জেন্সিঃ
এলাকার জরুরী প্রয়োজনে রিলিফ প্রোগ্রাম চালু রয়েছে।

কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (চিলমারী)

কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের চলমান কার্যাবলী:-

ক) মেডিক্যেল সাপোর্ট:

১। ইনডোর ট্রিটমেন্ট- প্রকল্প এলাকার জনগনের সেবা প্রদানের লক্ষে নিজস্ব হাসপাতাল

এর মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

২। আউটডোর ট্রিটমেন্ট- এলাকার জনগণের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

  ৩। ডেন্টাল ট্রিটমেন্ট - বিভিন্ন বয়সের লোকদের দাঁতের সব ধরনের চিকিৎসা প্রদান করা হয়।

 ৪। স্কুল হেলথ প্রোগ্রাম- সংস্থার শিক্ষা কার্যক্রমের আওতাধীন ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান করা ।

 ৫। স্পেশাল ট্রিটমেন্ট (জেনারেল)- নিয়মিত স্বাস্থ সেবা প্রদান ছাড়াও বছরের বিভিন্ন

সময়ে দেশী/ বিদেশ থেকে আগত বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্টারদের সমন্বয়ে

   মেডিকেল ক্যাম্প করে বিভিন্ন জটিল রোগের সুচিকিৎসা প্রদান করা হয়।

৬। স্পেশাল ট্রিটমেন্ট (সার্জিক্যাল)- বছরের বিভন্ন সময়ে দেশ/বিদেশ থেকে আগত বিভিন্ন বিশেষজ্ঞ

ডাক্টার ও সার্জনদের সমন্বয়ে মেডিক্যাল ক্যাম্প করে টিউমার , 

 ঠোঁট কাটা, চোখ, মহিলাদের যাবতীয় গাইনোকোলজিক্যাল সহ জটিল রোগের অপারেশন সম্পাদন করা হয়।

 ৭। ফ্যামিলি প্লানিং শিক্ষা প্রদান - অশিক্ষা ও নানা কু-সংস্কারের বেড়াজালে জর্জরিত এলাকার মায়েদের ফ্যামিলি প্লানিং শিক্ষা ব্যবস্থা প্রদান করা হয়।

৮ । আন্ডার ফাইভ কেয়ার ই.পি.আই - সরকারি এর স্বাস্থ্য প্রকল্পের আওতাধীন মাঠকর্মীদের সাথে

সমন্বয় করে সংস্থার ক্যাম্পাসে শিশুদের বিভন্ন টিকা প্রদানের    ব্যবস্থা করা হয়।

 ৯। প্রেগন্যান্ট মাদার কেয়ার - গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ করা ও প্রয়োজনীয় ব্যবস্থা করা ।

  ১0। নিউট্রেশন কেয়ার - ৫ মাস বয়সী শিশুদের জন্য পুষ্টকর খাদ্য প্রস্তত প্রনালী ও বিতরন করা ।

  ১১। এক্স-রে - ডাক্টারের পরামর্শ অনুসারে  অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এক্স-রে সম্পন্ন করা হয়।

 

খ) শিক্ষা প্রোগ্রামঃ
উভয় উপজেলার ১টি করে প্রাথমিক ও ১টি করে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।শিক্ষার্থী সংখ্যা প্রায়-১০০০ জন।
প্রতি বৎসর PSC  এবং SSC তে পাশের হার শতকরা ১০০%।
সহশিক্ষা হিসাবে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষন.সেলাই প্রশিক্ষন, মার্শাল আর্ট (তেকোনডো) , গার্লস গাইড।
(গ)কম্পিউটার ট্রেইনিংঃ
সেন্টার: উভয় প্রজেক্ট এ ২০টি করে কম্পিউটারের সমন্বয়ে অত্যাধুনিক ল্যাব।
(ঘ).দর্জি প্রশিক্ষন সেন্টার:
উভয় অফিসে ১৫ টি করে অত্যাধুনিক সেলাই মেশিন।
(ঙ).পোল্ট্রি ও ফিসারি ফার্মঃ
স্বনির্ভরতা অর্জনে প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে।
(চ).ফার্মিং লাইব স্টক(এগ্রিকালচার) নার্সারিঃ
বিভিন্ন রকমের শাক সবজি ফলমুল।
(ছ) স্কলারশীপঃ
অতিদরিদ্র এবং মেধাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাবূত্তি প্রদান করা হয়।
(জ) এনভাইরনমেন্ট ডেভেলপমেন্টঃ
মানুষের স্বাস্থ সচেতনতা করাই হলো কেডিএবি এর মূল লক্ষ। এর কার্যক্রমের অংশ হিসাবে
 প্রয়োজন অনুসারে নিরাপদ  পানি ব্যবস্থা ,স্যানিটারি ল্যাট্যিন এর ব্যবস্থা এবং কিচেন গার্ডেনের  প্রশিক্ষন দেয়া হয়।
(ঝ) ওয়াটার ট্রিটমেন্ট প্লানঃ
সকল স্টাফ ও শিক্ষার্থীদের অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান এর মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি (মিনারেল ওয়াটার) সরবরাহ করা হয়।
(ঞ) স্পোর্টস প্রশিক্ষনঃ
নিচেকে পরিপূর্ন বিকাশের জন্য দেশী-বিদেশী প্রশিক্ষক দ্বারা নিয়মিত তেকোনডো,ফুটবল,ভলিবল,ক্রিকেট প্রশিক্ষন প্রদান করা হয়।
(ট) স্কলারশীপ ফর দ্যা চিলড্রেন অব লের্পাসঃ
কুষ্ঠরোগী পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনার জন্য বূত্তির ব্যবস্থা রয়েছে।
(ঠ)ইমার্জেন্সিঃ
এলাকার জরুরী প্রয়োজনে রিলিফ প্রোগ্রাম চালু রয়েছে।

চলমান প্রকল্প সমূহ

সমাপ্ত প্রকল্প সমূহ

আসন্ন প্রকল্প সমূহ


 

মোহাম্মদ সাইদুল আরীফ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।

মোঃ মিনহাজুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক ), কুড়িগ্রাম ।

NGO সমূহ